মোস্তাফিজুর রহমান বুরহান: দৈনিক যুগান্তর পত্রিকার ২১তম বর্ষে পর্দাপণ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (১ ফেব্রুয়ারি/২০২০) বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে হাতেম আলী সড়কস্থ যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর পৌরসভার কাউন্সিলার আব্দুল কাদির, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, লেখক সংঘের সাবেক সভাপতি ছড়াকার আজম জহিরুল ইসলাম,দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ¦ আব্দুল জলিল মুনশী, যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ।
সাংস্কৃতিক পর্বে অংশ নেন উপজেলা স্বজনের সহসভাপতি ডাঃ একেএম মাহফুজুল হক, নাদিরা জামান পান্না, শামীমা খানম মীনা, গোপা দাস, অনামিকা সরকার, চায়না রানী সরকার, আমিরুল মোমেনীন, আল আমিন, নুর মোহাম্মদ, আনোয়ার হোসেন শামীম, মোখলেছুর রহমান, জান্নাতুল মাওয়া, মাহমুদা আক্তার লিপি, তাসাদদুল করিম, অলকেশ পন্ডিত, মোস্তাফিজুর রহমান বুরহান প্রমুখ।