কমল সরকার, গৌরীপুর: নতুন কোন করারোপ ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের ৫৪ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার ৫৪৫ টাকা ৪৩ পয়সা বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে পৌরসভার সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন। বাজেটে আয়-ব্যায় বিবরণী তুলে ধরেন পৌরসভার প্রধান প্রকৌশলী ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) মদন মোহন দাস। বাজেট প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, সাবেক সভাপতি কমল সরকার,সাধারণ সম্পাদক মশিউর রহমান কাওসার, সাবেক সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, কোষাধ্যক্ষ শামীম খান। বাজেট ঘোষণায় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।