কমল সরকার, গৌরীপুর: বৃহত্তর ময়মনসিংহের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন ” এসো গৌরীপুর গড়ি” সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দানশীল মানুষের সহযোগিতায় অসহায়, দুস্থ ও ছিন্নমূল শিশুদের জন্য গরু কোরবানি দেয়ার উদ্যোগ গ্রহন করেছে। ইতিমধ্যে কোরবানির গরু ক্রয় করেছে সংগঠনটি। সংগঠনের প্রধান সমন্বয়ক আবু কাওছার চৌধুরী রন্টি জানান ঈদের দিন কোরবানির গোস্তের সাথে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও দেয়া হবে। তার মধ্যে থাকবে ২ কেজি পোলাও চাল ৫শ গ্রাম তেল, ৫শ গ্রাম পেয়াজ, ৫শ গ্রাম আলু ও মাংসের মসল্লা ১ প্যাকেট । এছাড়াও ঈদের দিন আগ্রহী কোরবানির মাংস দানকারীদের মাংস ও কোরবানির চামড়া বিক্রির টাকা সংগ্রহ করে তারা সংগঠনের মাধ্যমে ফুডব্যাগে করে ঈদের দিন বাড়ি বাড়ি পৌঁছে দিবে “এসো গৌরীপুর গড়ি” সংগঠনের স্বেচ্ছাসেবকরা। এজন্য সকলের সহযোগিতা কামনা করেছে তারা। সংগঠনের সমন্বয়ক বলেছেন, আপনার/আপনাদের অনুদানে হতে পারে অসহায়, দুস্থ শিশুদের খুশির ঈদ ।