বিশেষ প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পিকআপ ভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাত সাড়ে নয়টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আরশাদুল (১৪) ও ইয়াসিন (৮), হৃদয় (১৭) নামে তিনজন ছাত্রের নাম সনাক্ত করা গেছে। তাদের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। নিহতরা গৌরীপুরের হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ময়মনসিংহ যাওয়ার পথে আরো ৪জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। গুরুতর আহতদের মধ্যে শাহীন(১৬), আল আমিন(১৬), মাহবুব(১৭) এর অবস্থা আশষ্কাজনক বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্তব্যরত চিকিৎসক। আহতদের মধ্যে বাকিদের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সদ্য সমাপ্ত এসএসসি ও সমমানের পরীক্ষা শেষে শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, শালীহর এ.মোতালেব বেগ দাখিল মাদরাসা ও ভোকেশনালের ৪৬জন পরীক্ষার্থী শনিবার (২৯ ফেব্রুয়ারি/২০২০) পিকনিকে যায় নেত্রকোণার দুর্গাপুরে।
দুর্গাপুর সার্কেল মাহমুদা শারমিন নেলী রাত সোয়া ১০টার দিকে জানান, শনিবার দুপুরের দিকে গৌরীপুর থেকে দুটি পিকআপ ভ্যানে করে প্রায় ৪৫ জনের মতো শিক্ষার্থী দুর্গাপুরের বিজয়পুর সাদা মাটি পাহাড় দেখতে আসে। পরে তারা সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিল। রাত সাড়ে নয়টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে বালু নিতে আসা একটি ট্রাক পিকআপ ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন জন মারা যায়। ময়মনসিংহ নেওয়ার পথে পুর্বধলা এলাকায় আরো দুজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে অন্তত ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।
সহকারি পুলিশ সুপার জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনার পর ওই সড়কে তীব্র যানজট লেগে যায়। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে রাখে এ রিপোর্ট লেখা পর্যন্ত৷
জানা যায়, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সদ্য সমাপ্ত এসএসসি ও সমমানের পরীক্ষা শেষে শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, শালীহর এ.মোতালেব বেগ দাখিল মাদরাসা ও ভোকেশনালের ৪৬জন পরীক্ষার্থী শনিবার (২৯ ফেব্রুয়ারি/২০২০) পিকনিকে যায় নেত্রকোণার দুর্গাপুরে। শালীহর এ.মোতালেব বেগ দাখিল মাদরাসার সুপার মোঃ আবদুর রাজ্জাক জানান, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সম্মেলিতভাবে পিকনিকে গিয়েছে বলে শুনেছি। তবে এটা আমাদের প্রতিষ্ঠানের অনুমোদিত বা আমাদের অবগত করে যায়নি।