কমল সরকার,গৌরীপুর: ময়মনসিংহের গৌরীপুর পৌরশহরে সড়ক ও বাজার দখলের প্রতিযোগিতায় নেমেছে ব্যবসায়ীরা। পথচারীদের হাঁটার পথও দোকানিরা দখল করে নিয়েছে। গুড়মহাল এলকায় পিলার, মরিচমহালে রড-পানির ট্যাংকি, মূল সড়কে সাইনবোর্ড, বাঁশের খুঁটি, গ্যাসের বোতল, চায়ের দোকান, আসবাবপত্র দিয়ে টাসাটাসি। জনচলাচল চরমভাবে বাঁধাগ্রস্থ।
এ প্রসঙ্গে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম জানান, বারবার মাইকিং করে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তারপরও দখলমুক্ত করা যাচ্ছে না বাজার এলাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ জানান, ফুটপাত ও বাজার দখল করে মালামাল রাখা আইনত দন্ডনীয় অপরাধ। এসব অবৈধ স্থাপনা ও মালামাল সরাতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। গৌরীপুর পৌরসভার মূল সড়ক বালুয়াপাড়া মোড় থেকে হাসপাতাল, স্টেশন রোড, বঙ্গবন্ধু সড়ক ও আরকে সরকারি উচ্চ বিদ্যালয় সড়ক সরেজমিন ঘুরে দেখা যায়, বালুয়াপাড়া মোড় থেকে স্টেশন ও হাসপাতাল গেট পর্যন্ত বিপজ্জজনক ওয়ার্কশপ ৮টি, রাস্তার ওপরে ও পাশে রক্ষিত গ্যাস সিলিন্ডারের দোকান ২৯টি, বিদ্যুতের খুঁটি ১৭টি, টিএন্ডটির খুঁটি ৬টি, টিঅ্যান্ডটির বক্স ২টি। বাঁশের খুঁটি ১১৭টি, সাইনবোর্ড ৬২টি, চায়ের দোকানের টেবিল ৩৮টি, বেঞ্চ ১৮টি, মুরগির খাঁচা ৪টি, মনোহারী দোকানের সুকেস ৫৩টি। যে কারনে মূল সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতাসহ পথচারীদেরও চলাচলে চরম বিঘ্নতা ঘটছে। পাটবাজার মোড় থেকে কালিখলা ও ধানমহাল পর্যন্ত ৩১টি দোকানের বারান্দা রাস্তার সীমানা ঘেঁষে নির্মাণ করা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়গুলো নিরীক্ষন করে দ্রুত ব্যবস্থা গ্রহন জরুরী হয়ে পড়েছে।