কমল সরকার,গৌরীপুর: বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী গৌরীপুর উপজেলা কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে (১৫ আগস্ট) শনিবার সকাল ১১ টায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পন,বাদ জোহর- গজন্দর মোহাম্মাদিয়া মাদ্রাসায় বঙ্গবন্ধুর জীবনাদর্শ শীর্ষক আলোচনা সভা, বিকালে চারপায়া মাওহা ইউনিয়নের বাওশালীপাড়া বাজারে বাড়ি বাড়ি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন। কর্মসূচীর উদ্বোধন করেন, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি, গৌরীপুর’র আহবায়ক এইচএম খায়রুল বাসার। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি, গৌরীপুর’র যুগ্ন আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি, গৌরীপুর’র সদস্য সচিব নাজমুল হাসান ডালেস, উপস্থিত ছিলেন পৌর তাঁতীলীগের আহবায়ক যোবায়ের সোহান, সদস্য সচিব শ্রীকান্ত সাহা, পৌর যুবলীগ নেতা সোহেল রানা, রামগোপালপুর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, সহনাটী ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান গোলাপ প্রমূখ।