অপেক্ষার প্রহর গোনা
হলো কি শেষ?
কাছে এলে যখন
লাগলো কি বেশ?
অথৈ সাগরে
ডুব দিতে গিয়ে
দুই পাহাড়ের মাঝে
মুখ লুকিয়ে বন্ধুত্বের সাধ কী তুমি নিলে লুটিয়ে?
চলার পথের পথিক আমি
হয়তো একদিন যাবো হারিয়ে
লিখে রেখো তুমি স্মৃতির পাতায়
এই মধুময় মিলনটারে
যখন আমি থাকবোনা যাবো অনেক দূরে
স্মৃতির পাতায় খোঁজে নিও
তোমার বন্ধুটাকে৷
//এমআর//