গত কিছুদিন ধরে ফেসবুকে প্রচুর ব্যবসায়ী দেখছি! কেউ ড্রেস সেল করছে কেউ খাদ্য পণ্য, কেউ নিত্যব্যবহার্য নানাবিধ গ্যাজেট বিক্রি করছে! সমাজে বসবাসকারী সাধারণ ক্রেতাদের ভেতর যখন বিক্রেতা হবার মানসিকতা দেখা দেয় তখন এটাকে বলে সোশ্যাল বিজনেস টেন্ডেন্সি!
এই বিষয়টা কেন হচ্ছে জানেন?
আমাদের দেশের ব্যবসায়ীদের অপেশাদার ভুমিকার কারণে ভোক্তা নিজেই ব্যবসার মাঠে খেলতে নেমে গেছে! আমাদের দেশের খুচরা বিক্রেতা থেকে শুরু করে পাইকারী ব্যবসায়ী সকলের ভেতরে কিছু ভূল ও অন্যায় পদ্ধতি রয়েছে।
– উৎপাদককে ন্যায্যমুল্য না দেয়া
– সকল পণ্যে ভেজাল মিশ্রণ
– অতি মুনাফার নোংড়া কৌশল
– লোক ঠকানো ও অপেশাদার আচরণ
এগুলো প্রধান কারণ, এছাড়াও কারণ রয়েছে। মহামারীর কারণে মানুষ বিপদগ্রস্থ, এমতাবস্থায় ব্যবসায়ীদের অন্যায়কে সহ্য করা অসম্ভব হয়ে পরেছে সাধারণ মানুষের ক্ষেত্রে। আসুন নিজের অবস্থানকে স্বচ্ছতা রাখি, নিজে বাঁচি, অন্যকে বাঁচাই, সমাজ ও দেশকে শৃঙ্খলায় রাখি।
লেখক : চিত্রশিল্পী মোঃ রাফাত নূর
ব্যবস্থাপনা পরিচালক, ছবির হাট ও প্রধান সমন্বয়কারী, প্রজেক্ট এক টাকার খাবার।