কমল সরকার,গৌরীপুর: ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমান আদালত কতৃর্ক (১৭ আগস্ট) সোমবার অভিযান চালিয়ে ২ অটোরাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তা ছাড়া পৌর শহরে মাস্ক ব্যবহার না করায় আরো ২জনকে ২০০ টাকা করে জরিমানাসহ বেশ কয়েকজনকে সর্তক করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে নিবার্হী ম্যাজিস্ট্রট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা হাসান মারুফ রাহাত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় তিনি পৌর শহরে নীলকমল অটোরাইসমিল ও বসাক অটোরাইস মিলে পাটের চট এর বস্তার পরির্বতে প্লাস্টিক বস্তা ব্যবহার করার দায়ে পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার আইন, ২০১০ মোতাবেক ৫ হাজার টাকা করে ১০০০০/= টাকা এবং কোভিট-১৯ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চত করতে অপর ২ জন পথচারিকে ২০০ টাকা করে জরিমানা করে।