এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এর জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে, উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিতব্য ব্যাংকের বার্ষিক সভার প্রাক্কালে ময়মনসিংহের জয়নুল উদ্যানে অন্যচিত্র ফাউন্ডেশন, মাটি বাংলাদেশ, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ বিষয়ক কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশ প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট একত্রে তাদের মূল লক্ষ্য, “টেকসই অবকাঠামোতে বিনিয়োগ”-এর সাথে সামঞ্জস্যতা রেখে, “এআইআইবিঃ নবায়নযোগ্য জ্বালানিই টেকসই অবকাঠামো” শীর্ষক একটি ভিন্নধর্মী প্রচারাভিযান আয়োজন করে।
প্রচারাভিযানের মূল উদ্দেশ্য ছিল এআইআইবি-কে টেকসই উন্নয়ন এবং জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা নিতে উদ্বুদ্ধ করা। অংশগ্রহণকারীরা অভিনব উপায়ে তাদের প্রতিবাদ প্রকাশ করেন, যেখানে পরিবেশের ক্ষতি এবং জীবাশ্ম জ্বালানির নেতিবাচক প্রভাবগুলো তুলে ধরার জন্য সৃজনশীল প্রদর্শনী এবং শান্তিপূর্ণ প্রতিবাদ দেখা যায়।
প্রচারাভিযানটিতে রঙিন ব্যানার, প্লাকার্ড, এবং রংবেরং এর ছাতার ওপর দাবী ও অনুরোধগুলো স্লোগান আকারে সজ্জিত ছিল, যা জীবনযাত্রায় জীবাশ্ম জ্বালানির নেতিবাচক প্রভাব এবং অর্থনৈতিক ও পরিবেশগত বিপর্যয়ের হুঁশিয়ারি প্রদান করে। অন্যচিত্রের প্রধান নির্বাহী, রেবেকা সুলতানা তার বক্তব্যে বলেন, “এআইআইবি যদি উন্নততর পরিবেশ এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চায়, তবে তাকে জীবাশ্ম জ্বালানি থেকে বিনিয়োগ ফিরিয়ে এনে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করতে হবে।” তিনি আরো বলেন, “এআইআইবি-র বার্ষিক সভায় মূল দায়িত্ব হচ্ছে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ থেকে সরে আসা।
যদি তারা সত্যিই টেকসই ও স্থিতিশীল অবকাঠামো গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়, তবে তাদের অবশ্যই নবায়ণযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিতে হবে, যা মানুষের জন্য একটি টেকসই ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করে। এই পরিবর্তন এখনই ঘটতে হবে, যদি আমরা সত্যিই উন্নয়ন চাই।” জেলা নাগরিক আন্দোলনের পরিবেশ সম্পাদক তুহিন তালুকদার বলেন, নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার বাড়াতে না পারলে অর্থনীতি, পরিবেশ ও জীবনের উপর বিরুপ প্রভাব পড়বে। কাজেই এ আই আই বি অবশ্যই তাদের অর্থায়ন জীবাষ্ম জ্বালানীমুখি না করে নবায়নযোগ্য জ্বালানীর প্রতি মনোযোগী হওয়া। শহীদুল ইসলাম, মাটি বাংলাদেশের নির্বাহী পরিচালক, এই প্রচারাভিযানে উপস্থিত ছিলেন।
তিনি জানান, “এআইআইবি যে টেকসই অবকাঠামোর প্রতিশ্রুতি দিয়েছে, তা পরিবেশের অবনতি ঘটানো প্রকল্পগুলোতে অর্থায়নের মাধ্যমে পূরণ করা সম্ভব নয়। আমাদের ভবিষ্যৎ রক্ষা করতে, তাদের “ক্লিন এনার্জির” নামে জীবাশ্ম জ্বালানির প্রকল্পে অর্থায়ন বন্ধ করতে হবে এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করতে হবে, যা একটি আরও টেকসই ও ন্যায়সঙ্গত বিশ্ব গড়ে তুলবে।” “এআইআইবিঃ নবায়নযোগ্য জ্বালানিই টেকসই অবকাঠামো” শীর্ষক প্রচারাভিযানটি তেল, কয়লা ও গ্যাস প্রকল্পগুলিতে এআইআইবি-এর সকল অর্থায়ন বন্ধ করার আহ্বান জানায় এবং ব্যাংকটিকে তার অর্থায়নের মাধ্যমে প্রকৃত জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রভাব মোকাবিলায় কার্যক্রম প্রদর্শনের অনুরোধ করে।
এই প্রতিবাদী প্রচারাভিযানটিতে ময়মনসিংহ ও এর বাইরের পরিবেশ কর্মী, স্থানীয় নেতা, সিভিল সোসাইটির সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের নারী, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশ নেন।