এবিএম বোরহান উদ্দিন : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে এনটিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের উদ্যোগে (৬মার্চ/২০২০) গৌরীপুর আর কে স্কুল মাঠে এনটিটি স্কুলের শিক্ষকবৃন্দের লালটিম বনাম স্কুলের শিক্ষার্থীবৃন্দের সবুজ টিমের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
টসে জয়লাভ করে শিক্ষকবৃন্দের লাল টিম প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ১৪৫ রান সংগ্রহ করে। জবাবে শিক্ষার্থীদের সবুজ দল সবকয়টি উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে। ৪৬ রানে লাল টিম জয় লাভ করে। লাল টিমের মোঃ মশিউর রহমান সুজন ব্যাট হাতে ৪৮ রান, বল হাতে ২ উইকেট ও ২ ক্যাচ ধরে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
শিক্ষকবৃন্দর লাল টিমে ইমন সরকার (অধিনায়ক), মোঃ নাজিম উদ্দিন, আল-ইমরান মুক্তা, মোঃ মশিউর রহমান সুজন, এবিএম বোরহান উদ্দিন, মোঃ সোহানুর রহমান, মোঃ রায়হান উদ্দিন, হিমন সারোয়ার, মোঃ মোজাম্মেল হক অপরদিকে শিক্ষার্থীদের সবুজ টিমে আদিপ (অধিনায়ক), সাকিব,আফ্রিদি, ফাহিম, তোফাজ্জল, রনি, মারুফ, রামীম প্রমুখ অংশগ্রহণ করেন।