মৃত্যু বলতে জীবনের সমাপ্তি বুঝায়। জীববিজ্ঞানের ভাষায় প্রাণ আছে এমন কোন জৈব পদার্থের (বা জীবের) জীবনের সমাপ্তিকে মৃত্যু বলে। অন্য কথায়, মৃত্যু হচ্ছে এমন একটি অবস্থা (state, condition) যখন সকল শারিরীক কর্মকাণ্ড যেমন শ্বসন, খাদ্য গ্রহণ, পরিচলন, ইত্যাদি থেমে যায়। কোন জীবের মৃত্যু হলে তাকে মৃত বলা হয়। কিন্তু না আজ জানলাম এবং বুঝলাম যে শুধুমাত্র শেষ নিঃশ্বাস ত্যাগেই মৃত্যু হয় না। আসল মৃত্যু তো আত্মার মৃত্যুর মাধ্যমে হয়। এই দুই মৃত্যুর পার্থক্য একটাই। একটি তে মৃত্যুর পরে শুধু পরে থাকে প্রানহীন নিথর দেহ আর অন্যটিতে পরে থাকে আত্মাহীন জীবিত এক দেহ।
অদৃশ্য মৃত্যু কল্প একটা প্রানীকে দৃশ্যমান মৃত্যুর দিকে ক্রমান্বয়ে ধাবিত করে। একটি মৃত্যুতে যিনি মারা যান তার দেহ পরে থাকে বাকিরা কান্না করে ও গভীর শোক প্রকাশ করে৷ অন্য মৃত্যুতে যার মৃত্যু হয় সেই শুধু কাঁদে বাকিরা বুঝতেই পারে না ঐ প্রানী টা মারা গেছে এবং কেউ শোকও প্রকাশ করে না। মানুষের আত্মার আত্মহত্যার মাধ্যমেই নিঃশব্দে মৃত্যুকে বরন করে নেয় অনেক জীবিত প্রানী। এই অবস্থাটা ঠিক এমন যে আকাশের হাজারো তাঁরার মধ্যে থেকে একটি তাঁরা খসে যাওয়ার মত৷
লেখক : প্রমিজ
বিঃদ্র-প্রাত্যহিক বাস্তবতায় লেখকের নিজস্ব অনুভূতি৷