স্টাফ রির্পোটার : ময়মনসিংহের প্রথিতযশা সাংস্কৃতিক সংগঠন অনসাম্বল থিয়েটার নতুন সদস্য নিচ্ছে সেই সাথে সদস্য নবায়ন কার্যক্রম গ্রহন করেছে। আগামী ২০ নভেম্বর ২০১৯ এর ভেতরে প্রত্যেককে নির্ধারিত ফরম পূরণ করে সদস্য পদ অন্তভূক্তি / নবায়ন করতে হবে। সদস্য অন্তভূক্তি /নবায়নের জন্য ১০০/- (একশত) টাকা মাত্র চাঁদা নির্ধারণ করা হয়েছে। সেই সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি / জন্মনিবন্ধন সনদের ফটোকপিসহ উল্লেখিত তারিখের মধ্যে নিজ দায়িত্বে ফরম পূরণ করে অফিস কক্ষে (সাংগঠনিক সম্পাদক আইরিন আক্তার পুষ্প) এর নিকট জমা দিতে অনুরোধ করা হয়েছে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত (যে দিন প্রোগ্রাম না) বিভিন্ন বিষয়ে অনুশীলন ক্লাস হবে। যারা ইচ্ছুক উক্ত ক্লাসে সঠিক সময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে৷
উল্লেখ্য, আগামী ১৪ থেকে ১৮ নভেম্বর ২০১৯ পর্যন্ত সংগঠনের একযুগ পূর্তি উপলক্ষ্যে ৫ দিনব্যাপী নাটোৎসব উৎসব অনুষ্ঠিত হবে। সেখানে সংগঠনের পক্ষ থেকে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন প্রত্যাশা করেছেন অনসাম্বল থিয়েটার সভাপতি আবুল মনসুর।
যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন: অনসাম্বল থিয়েটার, কাচারীঘাট, ময়মনসিংহ৷ মোবাইল : ০১৭২২-০৭৮৪৫২, http://www.onsambletheatre.org