মো: রফিকুল ইসলাম: ময়মনসিংহে অন্যচিত্র টেকনিক্যাল এন্ড কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এ কম্পিউটার কোর্স সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে প্রাতিষ্ঠানিক কোর্স সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর/২০২০ ময়মনসিংহে অন্যচিত্র বাংলাদেশ এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অন্যচিত্র টেকনিক্যাল এন্ড কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর চল্লিশ জন প্রশিক্ষণার্থীর মধ্যে কোর্স সমাপনী সনদ বিতরন করা হয়।
অন্যচিত্র বাংলাদেশ এর নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ইমন সরকার এর সঞ্চালনায় অনারারী নির্বাহী পরিচালক রেবেকা সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তেব্যে বলেন, ‘প্রশিক্ষনের মাধ্যমে মানবসম্পদ তৈরীতে অন্যচিত্রের এই ভূমিকা প্রশংসনীয়। যারা প্রশিক্ষণ গ্রহন করে নিজেদের কর্মদক্ষতা বাড়িয়ে তুলেছেন এবং কর্মক্ষেত্রে তার প্রয়োগ করতে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইলো। প্রজন্মকে জনশক্তি হিসেবে তৈরী করতে অন্যচিত্রের উদ্যোগ সফল হবে বলে প্রত্যাশা করি।
বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ) এটিএম আরিফ বলেন, ‘নারীদের কর্মসৃজন, ক্যারিয়ার প্ল্যানিং, সেলাই প্রশিক্ষণ সহ কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে অন্যচিত্র ময়মনসিংহে যে ভূমিকা পালন করছে তা সরকারের অগ্রযাত্রায় সুফল বয়ে আনবে। দক্ষ মানবসম্পদ বিনির্মাণে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।’
বিশেষ অতিথি ময়মনসিংহ সদর যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মো: রেজাউল করিম বলেন, ‘অন্যচিত্র যুব উন্নয়নের নিবন্ধিদ একটি প্রতিষ্ঠান। স্থাপনের শুরু থেকেই যুব উদ্যোগ বাস্তবায়নের তারা নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। প্রতিষ্ঠানটি সময়ের সাথে সাথে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করি।’
অন্যচিত্র বাংলাদেশ এর অনারারী নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা সমাপনী বক্তব্যে বলেন, ‘সরকারের পৃষ্ঠপোষকতা থাকলে আমরা ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে সরকারের উদ্যোগ বাস্তবায়নে কাজ করতে চাই। আমরা বিশ্বাস করি সমাজ বদলের প্রত্যয়ে সরকারের পাশাপাশি সামাজিক উদ্যোগ প্রয়োজন। অন্যচিত্রের থেকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা দক্ষ মানবসম্পদ তৈরীর প্রচেষ্টা চালাচ্ছি।’
এ সময় ট্রেনিং ইনস্টিটিউট এর কোর্স কো-অর্ডিনেটর সুমন চন্দ্র সরকার, অন্যশৈলী কারুপন্যের সমন্বয়ক এবিএম বোরহান উদ্দিন, অন্যচিত্র যুব পরিষদের সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান, অন্যচিত্র মডেল পাঠাগারের কো-অর্ডিনেটর তাজওয়ার মোকাম্মেল তাসিন, অন্যচিত্র বাংলাদেশ এর সদস্য শাহরিয়ার মোকাম্মেল শাফিন, জোহায়ের মোকাম্মেল জাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।