মো. রফিকুল ইসলাম:
অন্যচিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে “জাগো নারী-জাগো” শিরোনামে নারীদের কর্মসংস্থানমূলক আলোচনা সভা ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার প্রতিষ্ঠানের অনারারি নির্বাহী পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷ অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনারারী নির্বাহী পরিচালক রেবেকা সুলতানার সভাপতিত্বে যুব পরিষদের সভাপতি ইমন সরকারের সঞ্চালনায় ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কবি বনানী বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷
প্রধান অতিথির বক্তব্যে বলেন, একজন নারী সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে পরিবার ও পুরুষের ভূমিকা এবং নিজের ব্যক্তিগত জীবন সংগ্রামের অভিজ্ঞতা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও সরকারের নারী জাগরণের বিভিন্ন প্রকল্প সম্পকে বিভিন্ন সেক্টরের কাজের সম্যক অভিজ্ঞতা সমৃদ্ধ ও উদ্বুদ্ধকরণ প্রেষণামূলক বক্তব্য প্রদান করেন৷ পরিবর্তনের প্রত্যয়ে সামাজিক উদ্যোগ অন্যচিত্রের সামগ্রিক কার্যক্রম দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন ও প্রশংসা করে দেশের যে প্রান্তেই থাকে অন্যচিত্রের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন৷ এসময় ময়মনসিংহ বিভাগের গৌরীপুর উপজেলা, ফুলবাড়িয়া উপজেলা ও সর্বশেষ জেলা পরিষদের কর্মজীবনের বার বছরের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও মানুষের ভালবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷
আলোচনা সভায় নারী জাগরণ বিষয়ক প্রবন্ধ পাঠ করেন অত্র সভার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম, অন্যচিত্র ও নারী জাগরণ শিরোনামে প্রতিষ্ঠানটির অর্থ বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. নাজিম উদ্দিন বক্তৃতা করেন। অন্যচিত্রের প্রত্যাশা শীর্ষক বক্তব্য প্রদান করেন যুব পরিষদের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান এবং অন্যচিত্রের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে অন্যশৈলীর প্রজেক্ট ডিরেক্টর এবিএম বোরহান উদ্দিন উপস্থাপন করেন। অন্যচিত্র নারী পরিষদের সংগঠক রুবাইয়াত আক্তার পিংকি, জাকিয়া সুলতানা, টগর হোড়, সানজিদা আক্তার, ইভা সাদাত, জান্নাতুল ফেরদৌসি সোনিয়া অন্যচিত্রের চলমান কাজ সম্পর্কে যৌথ উপস্থাপনায় অংশ নেন৷ এসময় প্রতিষ্ঠানের সহকর্মী সদস্যগণ কমল সরকার, মো. সোহেল মিয়া, মেহেদী হাসান সৌরভ, মো. সুমন মিয়াসহ নারী ও যুব পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন৷
আবৃত্তি শিল্পী তাজওয়ার মোকাম্মেল তাসিন ও জোহায়ের মোকাম্মেল জাহিন আমন্ত্রিত প্রধান অতিথির উদ্দেশ্যে কবি বনানী বিশ্বাসের রচিত চিঠি শিরোনামে কবিতা পাঠ করেন৷ অন্যচিত্রের সাংগঠনিক পরিচায়ক কাব্য অন্যচিত্র আবৃত্তির মাধ্যমে প্রধান অতিথির নিকিট অন্যচিত্রকে উপস্থাপন করেন তাজওয়ার। ময়মনসিংহ জেলা পরিষদ থেকে উপসচিব হিসেবে প্রবাসী কল্যাণ ও জনশক্তি মন্ত্রণালয়ে বদলীর আদেশ হওয়ায় প্রধান অতিথি কবি বনানী বিশ্বাসকে শুভেচ্ছা স্মরূপ স্মৃতি স্মারক তুলে দেন অনারারি নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা ও অন্যচিত্র পরিবারের সকল সদস্যবৃন্দ।
//আর/জিরোফোর//