বিশেষ প্রতিনিধি : করোনা ভাইরাস মোকাবেলায় মানবতার সেবায় হাত বাড়িয়ে করোনার সংকটকালীন সময়ে পাশে দাঁড়িয়েছেন তাদের সকলকে সম্মান ও উৎসাহ দেওয়ার দৃঢ় প্রত্যয়ে একযোগে হাততালি প্রদশর্ন ০৯ জুন, বিকাল ৪.০১ মিনিটে তিন মিনিট সময় ধরে জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর নেতৃত্বে মহানগরীর গাঙ্গিনারপাড় এলাকায় অলকা নদী বাংলা কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হয়।
করোনা ভাইরাস সংকট মোকাবেলাকারী সামনের সারির যোদ্ধা ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মী, পুলিশ-সেনাবাহিনী, প্রশাসন, সরকারি-বেসরকারি ব্যক্তি, প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থা, এবং স্বেচ্ছাসেবকদের প্রতি সম্মান প্রর্দশন করা হয়।
হাততালি অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ন সাধারন সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: মিরন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক কবি মোস্তাফিজুর বাশার ভাষানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক ড. মো: সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুর রব, লুৎফুন্নাহার লাকী, আলহাজ্ব মো: ইকবাল হোসেন, ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সপ্না খন্দকার, জেলা যুবলীগ সদস্য মো: মেহেদী হাসান, জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক সুমন তাজ, অনসাম্বল থিয়েটার সভাপতি মো: আবুল মনসুর, বাংলার মুখ সদস্য মাহমুদা হোসেন মলি, সামাজিক সংগঠক মো: আনিসুর রহমান স্বপন, সুমন ঘোষ সহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।