সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আশার কথা, সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন ক্রীড়ামোদী। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, ‘আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে।’
অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমাদের জীবনধারার মানের উন্নয়ন ঘটেছে, তা সন্দেহাতীত। তবে সেই পরিবর্তিত জীবনধারা যে আমাদের ক্রমশ যান্ত্রিক ও শ্রমবিমুখ করে ফেলছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এর ফলে প্রতিনিয়ত আমরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছি, আমাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। শরীর ও মনের সমন্বয় ও ব্যক্তিগত জীবনের উন্নতির স্বার্থেই আমাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের দিকে নজর দিতে হবে। তৃণমূলের জনগোষ্ঠীর মধ্যে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে সম্প্রতি ময়মনসিংহের সদর উপজেলার কুষ্টিয়ায় ‘সাজেদা-কাশেম ফাউন্ডেশন’-এর উদ্যোগে পুটিয়ালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ভলিবল টুর্নামেন্ট-২০২০ এর আয়োজন করা হয়েছিল। টুর্নামেন্টে মোট ৮টি দলের অংশগ্রহণ ছিল। গত ১ ফেব্র“য়ারি পুটিয়ালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে খেলাটির ফাইনাল পর্বে মাইনকোন একাদশ ও গারাইকোটি একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে এবং গারাইকোটি একাদশ চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় পুটিয়ালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. কাশেম আলীর সভাপতিত্বে ময়মনসিংহের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ও উপ-পরিচালক একেএম গালিব খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব আনোয়ার হোসাইন আকন্দ, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান, মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার, সাজেদা-কাশেম ফাউন্ডেশনের পরিচালক মো. মোবারক হোসেন, অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনারারি নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, পুটিয়ালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ লিজা সুলতানা প্রমুখ। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল রেফ্রিজারেটর ও রানার্সআপ দল টেলিভিশন লাভ করে। খেলাধুলা ও শারীরিক পরিশ্রম শুধুমাত্র আমাদের দেহমনকেই সুস্থ রাখে না; বরং অন্যের সঙ্গে সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন তৈরিতেও ভূমিকা রাখে। বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের অনেকের মধ্যে যে সামাজিক মূল্যবোধ ও চারিত্রিক অবক্ষয় ঘটছে, তা প্রতিরোধে তাদেরকে খেলাধুলাসহ নানাবিধ সৃজনশীল ও মননশীল কমর্কাণ্ডে যুক্ত করতে হবে।
রেবেকা সুলতানা,
অনারারি নির্বাহী পরিচালক, অন্যচিত্র উন্নয়ন সংস্থা, ময়মনসিংহ।
rebeka.ugdp@gmail.com