মুজিব বর্ষকে সামনে রেখে গত ১ ডিসেম্বর থেকে ময়মনসিংহ বিভাগকে ‘বাল্যবিয়ে মুক্ত’ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সচেতনতা তৈরিতে বুধবার (১১ ডিসেম্বর) বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ময়মনসিংহ শহরে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সকালে নগরীর গঙ্গাদাস গুহ রোডে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময়
বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে বাল্যবিয়ে বিরোধী প্লাকার্ড হাতে নিয়ে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার হাজার শিক্ষার্থী অংশ নেন। পরে তাদের বাল্যবিয়ে বিরোধী শপথ বাক্য পাঠ এবং গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রতিমন্ত্রী বলেন, বাল্যবিয়ে বিরোধী সচেতনতা তৈরিতে সারা দেশে প্রচারণা চালবে সংস্কৃতি মন্ত্রণালয়। সেই সঙ্গে বাল্যবিয়ে রোধে আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।