বিশেষ প্রতিনিধি : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহ সামাজিক-সাংস্কৃতিক জগতের অনসাম্বল থিয়েটারের বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে “অটুট থাকুক মাতৃভাষার শক্তি” শ্লোগানে (২৪ ফেব্রুয়ারি ২০২০) কাচারিঘাটস্থ অনসাম্বল থিয়েটার মুক্তমঞ্চে বঙ্গবন্ধু, বাংলা ভাষা ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অনসাম্বল থিয়েটারের সভাপতি মোঃ আবুল মনসুর এর সঞ্চালনায় বাংলার মুখ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক দিলরুবা শারমিন এর সভাপতিত্বে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত মৈমনসিংহ-গীতিকার সম্পাদক ড. দীনেশ চন্দ্র সেন, রায় বাহাদুর এর প্রপৌত্রী অধ্যাপক দেব কন্যা সেন মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা ও কবিতা পাঠ পর্বে অংশগ্রহণ করেন বীরমুক্তিযোদ্ধা সনৎ ঘোষ, অধ্যাপক সাব্বির রেজা, অধ্যাপক ফরিদা বেগম, গবেষক স্বপন ধর, জলদ এর পরিচালক হাবিবুজজামান খুররম, অলক মন্ডল, মতীন্দ্র সরকার, জয় সাহা প্রমুখ।