অন্যকথন ডেক্স: অন্যচিত্র উন্নয়ন সংস্থা একটি সমাজ উন্নয়নমূলক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা৷ মানব সম্পদ ও সমাজ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করে থাকে৷ দরিদ্রদের আইনগত সহায়তা প্রদান, জনসচেতনতামূলক প্রচারণা, দক্ষতামূলক প্রশিক্ষণের আয়োজন, কর্মসংস্থান সৃজন, গ্রামীণ কারু ও হস্তশিল্প সংস্কৃতি রক্ষা ইত্যাদি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণে প্রতিষ্ঠানটি কাজ করে থাকে৷
সংস্থাটি প্রচলিত সমাজ ব্যবস্থার সকল অসংগতি পরিবর্তন করে একটি আদর্শ সমাজ ব্যবস্থা প্রবর্তন করতে চায়৷ অর্থাৎ প্রচলিত চিত্র পাল্টে একটি ভিন্ন চিত্র স্থাপন করতে চায় বলেই সংস্থাটির নাম অন্যচিত্র৷ সংস্থাটি ২০১৮ সাল থেকে জনস্বার্থে কাজ করে যাচ্ছে৷
এরই ধারাবাহিক অগ্রযাত্রায় নারীর ক্ষমতায়ন ও লোকজ সংস্কৃতির এবং হস্ত ও কারু শিল্পকে এগিয়ে নেওয়ার উদ্যোগের নাম অন্যশৈলী৷
প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি ১৩/ক, গুলকিবাড়ি রোডে নিজস্ব কার্যালয় থেকে অনলাইনে মোবাইল, ফেসবুক পেইজ ও গ্রুপের মাধ্যমে পন্য বিক্রি শুরু করেছে৷ পরবর্তীতে শো-রুমের দিকে আগাবে৷ ময়মনসিংহ বাসীর জন্য সরাসরি পন্য দেখে ক্রয় করার ব্যবস্থা এছাড়া দুরের ক্রেতাদের জন্য অনলাইনে ক্যাশ অন ডেলিভারীর ব্যবস্থা রয়েছে৷
অন্যশৈলীর ব্যাপারে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা বলেন, আমরা আমাদের গ্রামীন সংস্কৃতি লালনের স্বার্থে গ্রামীন চারুশিল্পীদের হাতের নক্সায় অন্যশৈলীর নিজস্ব উৎপাদন কেন্দ্রে এসব পণ্য তৈরী করছি। সুন্দর ও আকর্ষণীয় পোশাক নারী, পুরুষ ও শিশুদের তুলে দিতে আমরা অন্যশৈলীর ব্র্যান্ডিং এ পণ্য বাজারজাত করছি। অন্যশৈলীর পণ্যগুলো গুনগত দিক থেকে অতুলনীয় এবং কোনভাবেই মাত্রাতিরিক্ত পণ্যমূল্য দাবী করা হয়না! অন্যশৈলীর অন্যভূবনে সকলকে স্বাগতম জানাচ্ছি!
অন্যশৈলীতে কেনাকাটার জন্য অন্যশৈলীর অফিস, ১৩/ক গুলকিবাড়ী, ময়মনসিংহ, মোবাইল-০১৭১৩-৬৭১৫১৩৷ এছাড়াও ফেসবুক পেইজ https://web.facebook.com/Onnoshoely/