বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহে সদর উপজেলার কুষ্টিয়ায় সাজেদা-কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে পুটিয়ালী টেকনিক্যাল এন্ড বি এম কলেজ ভলিবল টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা ০১ ফেব্রুয়ারী, বেলা ৩ঃ০০ ঘটিকায় পুটিয়ালী টেকনিক্যাল এন্ড বি এম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট এ মোট ৮টি দল অংশগ্রহণে ৪ রাউন্ড খেলা শেষে মাইনকোন একাদশ ও গারাইকোটি একাদশ ফাইনালে উর্ত্তীণ হয়। মাইনকোন একাদশ ও গারাইকোটি একাদশ মধ্যকার ফাইনাল খেলায় গারাইকোটি একাদশ চ্যাম্পিয়ন হয়।
উদ্ভোধনী, পুরস্কার বিতরণী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় পুটিয়ালী টেকনিক্যাল এন্ড বি এম কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার মোঃ কাশেম আলীর সভাপতিত্বে ময়মনসিংহের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ও উপ-পরিচালক এ কে এম গালিভ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ব্যক্তব্য রাখেন, স্বাস্থ্যমন্ত্রণালয়ের উপসচিব আনোয়ার হোসাইন আকন্দ, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান, মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার, সাজেদা-কাশেম ফাউন্ডেশনের পরিচালক মোঃ মোবারক হোসেন, অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনারারী নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, পুটিয়ালী টেকনিক্যাল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ লিজা সুলতানা প্রমুখ।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল একটি ফ্রিজ ও রার্নাসআপ দল টেলিভিশনসহ অংশগ্রহণকারী সকল খেলোয়ারকে মেডেল প্রদান করা হয়।