কমল সরকার,গৌরীপুর: ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুত অফিসের সামনে রবিবার (৯ আগস্ট) বিকালে মিনি ট্রাক, মাহিন্দ্র ও অটো’র মুখোমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী জলিল মিয়া (৫৫) নিহত হয়। তাঁর বাড়ী চর নিলক্ষীয়া ইউনিয়নের শাহবাজপুর গ্রামে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গৌরীপুর পৌরশহরের বাড়িওয়ালা পাড়ার বাসিন্দা ও মুকুল নিকেতন স্কুলের এমএলএসএস ইদ্রিস আলী (৫০) এবং উপজেলার বালুয়াপাড়া মহল্লার বাসিন্দা ও গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স জিনাত রেহেনা (৫২) মৃত্যুবরণ করে। ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।