মো. রফিকুল ইসলাম:
ময়মনসিংহ সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মসূচি (২০ মে/২০১৯) অন্যচিত্র উন্নয়ন সংস্থার হল রুমে অনুষ্ঠিত হয়েছে৷ প্রশিক্ষণ কর্মসূচির কোর্স কার্যক্রমে ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা পারভীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷
জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ শ্লোগানে অন্যচিত্র উন্নয়ন সংস্থার সহযোগিতায় যুব উন্নয়নের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সে নারীর ক্ষমতায়ন কি, কিভাবে সমাজে নারী অধিকার আদায় নিশ্চিত হবে, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে নারীর অবদান, পিছিয়ে পড়া নারীর কর্মসংস্থানের উপায়, নারী সমাজে কিভাবে ইতিবাচক প্রভাব বিস্তার করবে প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে ২৫ জন নারী অংশগ্রহন করেন যারা প্রত্যেকেই নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার শপথ নেয়।
প্রশিক্ষণ কো-অর্ডিনেটর ময়মনসিংহ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল হক ও অন্যচিত্র উন্নয়ন সংস্থার যুব পরিষদের সভাপতি ইমন সরকার৷ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়নের সহকারী পরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরী, অন্যচিত্র উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, ক্রেডিট অফিসার মোঃ রহিছ উদ্দিন প্রমুখ৷
//এম/আর//