কমল সরকার,গৌরীপুর: ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় ট্রাক দিয়ে জনবহুল রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে সড়ক পরিবহন আইনের ২০১৮- ৯২ (১) ধারায় ট্রাক মালিককে ৩,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ট্রাক নং -ঢাকা মেট্রো -ট -১৪-১১২০। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান এ জরিমানা করেন। এসময় গৌরীপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শফিকুল ইসলামসহ ভুমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত চলাকালে সহকারী কমিশনার (ভুমি) সাংবাদিকদের জানান জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।