কমল সরকার, গৌরীপুর: ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (৩ আগস্ট) সংবাদকর্মীদের করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য হ্যান্ডস্যানিটাইজার ও মাস্ক প্রদান করেন জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান আকাশ। তিনি বলেন, সাংবাদিকদের লেখনির কারণে সত্য বেড়িয়ে আসছে। দুঃসময়ে সংবাদপত্র ও প্রিন্ট মিডিয়া’র কর্মীদের অবদান এ জাতি কোনদিন ভুলবে না। প্রথম পর্যায়ের করোনাযোদ্ধা সাংবাদিক বন্ধুরা।
গৌরীপুর প্রেসক্লাব কার্যালয়ে করোনা ভাইরাস সংক্রমন থেকে রক্ষার উপকরণ গ্রহণ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার। গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উপকরণ গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ। গৌরীপুর রির্পোটার্স ক্লাবের উপকরণ গ্রহণ করেন সংগঠনের সভাপতি রায়হান উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন।
গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশকে দেয়া উপকরণ গ্রহণ করেন যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন ও সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পাটি সিনিয়র সভাপতি আব্দুর গফুর, যুগ্ম সম্পাদক জহিরুল হুদা লিটন, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, বোকাইনগর ইউনিয়ন সভাপতি আব্দুল গফুর, পৌর যুব সংহতির সভাপতি সোহেল রানা, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, মোঃ হুমায়ুন কবির প্রমুখ।