কমল সরকার’গৌরীপুর: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও জনপ্রিয় সাবেক ইউপি সদস্য আলহাজ্ব নুরুল ইসলামের মৃত্যুতে শোক জ্ঞাপন করেন গৌরীপুর উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তার রেখে যাওয়া শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি বলেন, মরহুম নুরুল ইসলাম শুধুমাত্র উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ কামাল হোসেনের পিতা ছিলেন না। তিনি ছিলেন আমাদের অভিভাবক। পরম শ্রদ্ধেয় ব্যাক্তি। নিজ সন্তানদের ন্যায় আমাদেরও খোঁজখবর নিতেন তিনি। আমরা আজ শোকাহত। তিনি মরহুমের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ কামাল হোসেন এর বাবা সাবেক ইউপি সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম (৮৩) বুুুধবার (১জুলাই) সকাল সাড়ে ৭টায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি——রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃধবার বিকাল ৩ টায় নিজ বাড়িতে মরহুমের জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।