কমল সরকার,গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী জাতীয় পার্টির অন্যতম নেতা নূরুল আমিন খান পাঠানের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (৭ সেপ্টেম্বর) স্কুলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হকের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আব্দুল হালিমের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হাই খান পাঠান, স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ, সহকারি শিক্ষক মোঃ রহমত উল্লাহ, দেলোয়ার হোসেন, রামকৃষ্ণ মজুমদার প্রমুখ। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল বারী।