ময়মনসিংহ সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অন্যচিত্র উন্নয়ন সংস্থা যুব পরিষদের সহযোগিতায় সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণ (২৮ ডিসেম্বর) ক্যাপিটাল কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা যবু উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল হকের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনারারি চেয়ারম্যান আতাউল করিম খোকন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নূরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ শ্লোগানে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণে নিজেদের আত্মকর্মসংস্থান, বাল্যবিবাহ প্রতিরোধ, করোনাসহ যেকোন দূর্যোগে যুবদের নেতৃত্ব, মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয় প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে ৪০ জন যুব নারী ও পুরুষ অংশগ্রহণ করেন৷ দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনারারি নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, যুব উন্নয়নের ক্রেডিট অফিসার মোঃ রহিছ উদ্দিন দুলাল।
উপজেলা যবু উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হিসেবে কাজ করা ও যুবদের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ প্রাপ্তির বিষয়ে বক্তব্য প্রদান করেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নূরুজ্জামান চৌধুরী বলেন, যুবদের কাছেই আছে সকল অসাধ্য সাধন করার ক্ষমতা। এই অসাধ্য সাধন করতে হলে আগে নিজের লক্ষ্য ঠিক করতে হবে। সে অনুযায়ী অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রম করলে সাফল্য আসবেই।
অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনারারি চেয়ারম্যান আতাউল করিম খোকন বলেন, মানুষকে ছোট থেকেই বড় হওয়ার স্বপ্ন দেখতে হয়। পরিশ্রম করে সে স্বপ্ন বাস্তবায়নে লেগে থাকতে হয়।
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বেচ্ছাসেবামূলক কাজ করার পাশাপাশি নিজেদেরকে কারিগরি দিক থেকে দক্ষ করে গড়ে তোলতে হবে। এক্ষেত্রে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ নিয়ে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। শুধু চাকরির আশায় জীবন অতিবাহিত করলে চলবে না।
অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনারারি নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা বলেন, জেগে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করতে হবে একাগ্রচিত্তে। তবেই সফলতা সুনিশ্চিত।