বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়েনের সিংরাউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (২৭ ফেব্রুয়ারি ২০২০) পরিদর্শনে আসেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ নাজিম উদ্দিন আহমেদ এমপি। পরিদর্শনে বিদ্যালেয়, ম্যানেজিং কমিটি, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন এবং বিদ্যালেয়ের সার্বিক কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করে শত ভাগ রিডিং নিশ্চিত করার পরামর্শ দেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মুক্তাদির শাহীন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ডৌহাখলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানিম হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক স্বাধীন এসময় এমপি মহোদয়ের সফরসঙ্গী ছিলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবুল হাসেম, প্রধান শিক্ষক উম্মে সালমা, গৌরীপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, সহকারী শিক্ষিকা রিনা বেগম, স্টুডেন্ট লিডার সাকিবুল হাসান সাকিব সহ সকল শিক্ষার্থী এমপি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন।