বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহ গৌরীপুর উপজেলার ১০৮নং সিংরাউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (১২ জানুয়ারি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা জনাব উম্মে সালমা’র সভাপতিত্বে অচিন্তপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ আবুল হাসেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি গৌরীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, অত্র স্কুলের ম্যানেজিং কমিটির দাতা সদস্য উষা রানী, অভিভাবক সদস্য মোঃ বাবুল মিয়া, অভিভাবক সদস্য মোঃ সাইফুল ইসলাম, অভিভাবক সদস্য সরলা বেগম, অভিভাবক সদস্য রুবিনা বেগম, বিদ্যুৎসাহী নমিতা রাণী, তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক, স্কুলের সহকারী শিক্ষক রিনা বেগম, পারুল বেগম, মুখুরিয়া তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়, হযরত শাহছুফ (রাঃ) বিএম কলেজ, শাহগঞ্জ আইডিয়াল স্কুল, মুখুরিয়া সাদেক মেমোরিয়াল স্কুল, ইপিবি কোচিং সেন্টার বীরআহম্মদপুর, বালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণীর পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি আবুল হাসেম বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষাসেবা পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাই আমাদের সকলের উচিত শিক্ষা সেবা গ্রহণের মাধ্যমে স্ব-স্ব অবস্থান থেকে বর্তমান সরকারকে সহযোগিতা করা।
সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত মোট ২৮ টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র সমাপ্তি ঘোষণা করা হয়।