বিশেষ প্রতিনিধি : সারাদেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ১০৮নং সিংরাউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (২৩ ফেব্রুয়ারি ২০২০) স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১.০০টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে তৃতীয় শ্রেণীর মোঃ সাকিবুল হাসান সাকিব, মোছাঃ সাদিয়া সুলতানা প্রীতি, শ্রী মিতু রানী, চতুর্থ শ্রেণীর শ্রী প্রনয় মন্ডল, মোছাঃ জান্নাতুল ফেরদৌস, মোছাঃ সাথী আক্তার, পঞ্চম শ্রেনীর মোঃ সাঈদ মিয়া, মোছাঃ জান্নাতুল ইসলাম, মোঃ আবির হোসেন রবিন, মোঃ আজমল মিয়া, মোছাঃ তরুফা আক্তারসহ মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার পঞ্চম শ্রেণীর ছাত্রী মীম আক্তার, সহকারী প্রিজাইডিং অফিসার শাহিদা আক্তার ও পিংকি আক্তার পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিন ঘন্টা ব্যাপী নির্বাচনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবুল হাসেম, সদস্য মোঃ বাবুল মিয়া, সাইফুল ইসলাম, রুবিনা আক্তার, উষা রানী পর্যবেক্ষককের দায়িত্ব পালন করেন। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা, সহকারী শিক্ষিকা রিনা বেগম, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম সার্বিক সহযোগীতায় ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা ভোট গ্রহন ও গননা শেষে ফলাফল ঘোষনা করেন। মোট ভোটার সংখ্যা ৮৯ জনের মধ্যে ভোট গ্রহণ ৭৫ জন, বাতিলকৃত ২জন। তৃতীয় শ্রেণির মোঃ সাকিবুল হাসান সাকিব সর্ব্বোচ্চ ৭২টি ভোট পেয়ে প্রথম স্থান লাভ করে বিজয়ী হন। এছাড়াও সাদিয়া আক্তার প্রীতি, প্রনয় মন্ডল, জান্নাতুল ফেরদৌস, সাথী আক্তার, জান্নাতুল ইসলাম, আবির হোসেন রবিন নির্বাচনে জয় লাভ করেন।