নির্বাচিত ৫০ কবির কবিতাপাঠ, আড্ডা ও সাহিত্য দিগন্ত পাণ্ডুলিপি পুরস্কার ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ডিসেম্বর দুপুরে রাজধানীর দীপনপুরে অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা সাহিত্য পরিষদ ও সাহিত্য দিগন্ত পত্রিকা। এতে নির্বাচিত ৫০ জন কবিসহ উপস্থিত ছিলেন ১১৪ জন কবি, কথাসাহিত্যিক ও সাহিত্যকর্মী।
অনুষ্ঠান উদ্বোধন করেন জাতিসত্ত্বার কবি মুহম্মদ নূরুল হুদা। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। বিশেষ অতিথি ছিলেন কবি কাজী রোজী, কবি আসলাম সানী, শিশুসাহিত্যিক আলম তালুকদার, কথাসাহিত্যিক জাকির তালুকদার, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি জাকির আবু জাফর, কবি শাহীন রেজা, কবি শোয়াইব জিবরান, মডেল গ্রুপের পরিচালক কানাই সরকার ও জিএম (ফাইন্যান্স) আব্দুল মালেক।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে উপহার হিসেবে দেওয়া হয় ক্রেস্ট, সম্মাননা সনদ, শুভেচ্ছাপত্র, পলো শার্ট, অভিনন্দনপত্র, পত্রিকা, বই, ফুল, ক্যান্ডি, পিঠা ও স্ন্যাকস। পুরস্কারপ্রাপ্তদের লেখা সাহিত্য দিগন্ত পত্রিকার পরবর্তী সংখ্যায় প্রকাশিত হবে। তাদের পাণ্ডুলিপি ২০২১ সালের বইমেলায় প্রকাশের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ফারজানা ইসলাম, মাশরুরা লাকী, নুরুন নাহার শ্রাবণী ও জায়েদ হোসাইন লাকী।